ছবির গল্প
নববর্ষ আবাহনের প্রস্তুতি
৮ এপ্রিল ২০২৫ ০৮:৩০ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১১:৩৯
বর্ষবরণের অন্যতম আয়োজন শোভাযাত্রা। প্রথমে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পরে সেটি হয় মঙ্গল শোভাযাত্রা। বাঙালির পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এটি। কিন্তু সাম্প্রতিক মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন এই নামের মধ্যে সর্বজনীনতা নেই। তারপরও ১৪৩২ বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রার জন্য নানা উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থী ও শিল্পীরা। তাদের সেই কর্মমুখর সময়ের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/পিটিএম
আনন্দ শোভাযাত্রা চারুকলা টপ নিউজ ঢাবি প্রস্তুতি মঙ্গল শোভাযাত্রা