বিড়ালের ফলোয়ার ১৪ লাখ!
২৫ জুন ২০১৮ ১৪:৪৪ | আপডেট: ২৫ জুন ২০১৮ ১৫:৫০
।। সারাবাংলা ডেস্ক ।।
বিড়ালটির নাম স্মুথি। তার সবুজ চাহনি মন কেড়েছে দুনিয়াজোড়া মানুষের। ঘন লোমশ শরীর, সোনালি রঙ আর সাড়ে পাঁচ পাউন্ড ওজনের এই বিড়ালটি ইন্টারনেট জগতের বেশ আলোচিত সেলিব্রেটি। ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্টের অনুসারী যে পেরিয়ে গেছে ১৪ লাখ।
স্মুথির মালিক নেদারল্যান্ডের বাসিন্দা আরভিড ভ্যান বোকেল। ২০১৬ সালে স্মুথির জন্য smoothiethecat নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন। তার কাজ ছিল স্মুথির সবচেয়ে সুন্দর সুন্দর ছবিগুলো সেখানে আপলোড করা। ব্যস, খুব দ্রুতই স্মুথি সবার ভালোবাসা পেতে থাকে। বাড়তে থাকে তার অ্যাকাউন্টের ফলোয়ার বা অনুসারী। সেই সংখ্যা এখন রীতিমতো অনেক মানুষের জন্যও ঈর্ষণীয়— ১.৪ মিলিয়ন বা ১৪ লাখ।
এ ছাড়া স্মুথির একটি অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলও রয়েছে। ডেইলি মেইল, ইউএস ম্যাগাজিন, হাফিটংন পোস্ট ইত্যাদি বড় বড় পত্রিকায় স্মুথিকে নিয়ে লেখা ছাপা হয়েছে। স্মুথিকে তকমা দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে ‘ফটোজেনিক’ বিড়ালের।
বোকেল তার আদরের বিড়ালটি সম্পর্কে জানান, স্মুথি মোটেই বেয়াড়া নয়; বরং বেশ ব্যক্তিত্বসম্পন্ন। সে বেশিরভাগ সময় বল নিয়ে খেলতে ভালোবাসে। মাছ নয়, গ্লাসে করে বরফ-পানি খাওয়াটা তার জন্য বেশি উপভোগের।
ইনস্টাগ্রাম থেকে নেয়া স্মুথির কিছু ছবি:
সারাবাংলা/ এনএইচ
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/