খুলনায় ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত
৮ এপ্রিল ২০২৫ ০০:০২
খুলনা: খুলনায় ইজিবাইকের ধাক্কায় মো. জহিদ গাজী (৬৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) রাতে মহানগরীর সদর থানাধীন নিরালা এলাকায় তাবলিগ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তিনি নিরালা ১৯ নম্বর রোড এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জহিদ গাজী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়, এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ইজিবাইক চালক নিহতের মরদেহ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘দুর্ঘটনার খবর আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’
সারাবাংলা/পিটিএম