Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই: সারজিস আলম

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ০৯:১৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১১:৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার‌জিস আলম। ফাইল ছবি

ঢাকা: ভারতের লোকসভায় ৫৬ ভোটের ব্যবধানে বুধবার (২ এপ্রিল) রাতে পাস হয় ওয়াকফ সংশোধনী বিল। ভারতের কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলটি সোমবার (৭ এপ্রিল) আইনে পরিণত হয়েছে। এ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেন যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই।

সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সারজিস আলমের ফেসবুক পোস্ট

ফেসবুকে সারজিস লেখেন, ‘ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াক্ফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আরেকটি ‘কালো আইন’ তৈরি হলো। উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি নিজেকে আরও উগ্র সম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ করল।’

এনসিপি নেতা আরও লেখেন, ‘গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সকল জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পিছনে ছুড়ে ফেলার বিকল্প নেই।’

সারাবাংলা/এফএন/এনজে

এনসিপি মোদি সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর