Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণহত্যা মামলা: ট্রাইব্যুনালে সাবেক এমপি ফজলে করিম

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১১:১৮ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৪:০২

সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তাকে ট্রাইব্যুনালে তোলে পুলিশ। এদিন অস্ত্রধারী ফিরোজকেও তোলা হয়। দুই জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র।

জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমকে গ্রেফতার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠান আদালত। একই সঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গত ১৬ ফেব্রুয়ারি এই আদেশ দেন। ওইদিন ফজলেকে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।

সারাবাংলা/আরএম/ইআ

এ বি এম ফজলে করিম চৌধুরী গণহত্যা মামলা ট্রাইব্যুনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর