Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১২:৪৯ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৬

আহত মো. তৈয়ব।

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব নামে এক যুবকের পা বিছিন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জারুলিয়া ছড়ি বিওপির সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের শুণ্যরেখায় মায়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহত মো. তৈয়ব (৩৫) নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় ছাবের আহসদের ছেলে।

স্থানীয়রা জানান, বাংলাদেশের পণ্য পাচারের জন্য তৈয়ব মায়ানমার সীমান্তের ওপারে যান। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়া ছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ সীমান্ত পিলারে শূণ্য লাইন এলাকায় মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ হয়। এ সময় যুবকের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয় বলে খবর পেয়েছি। চিকিৎসা জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাটি শুনেছেন। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

সারাবাংলা/এমপি

আহত বান্দরবান স্থলমাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর