Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটার প্রাণ কেন্দ্রে অবস্থিত খাল পরিস্কার কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৩:৪০ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৩:৪৫

কচ্ছপখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের উদ্বোধন।

পটুয়াখালী: পটুয়াখালী জেলার কুয়াকাটার পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত কচ্ছপখালী খালটি পরিস্কার পরিছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, পৌর জামায়েত ইসলামী’র আমির মাওলানা শহিদুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদসহ আরও অনেকে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর যুব দলের যুগ্ন আহবায়ক গাজী হানিফ, পৌর ছাত্রদলের আহবায়ক জুবায়ের আহমেদ রিয়াজ, সদস্য সচিব, নেছার উদ্দিন হাওলাদারসহ, কলাপাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবীরা।

সারাবাংলা/এনজে

উদ্বোধন কুয়াকাটা খাল পরিস্কার