জুলাই গণহত্যা: জামিন চাইলেন সাবেক এমপি ফজলে করিম
৮ এপ্রিল ২০২৫ ১৩:৫১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৫
ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন আবেদন করেছেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী।
মঙ্গলবার (৮ এপ্রিল) ফজলে করিমের পক্ষে এ জামিন আবেদন করেন আইনজীবী এম আবদুল কাইয়ুম। তবে শুনানির জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
এদিন সকালে ফজলে করিম ও অস্ত্রধারী ফিরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমকে গ্রেফতার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠান আদালত। একই সঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বাকি সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সারাবাংলা/আরএম/এমপি