Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনের পাশে দাঁড়াতে গিয়ে দেশের বিভিন্নস্থানে ভাঙচুর কাম্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৪:১৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৫:৩১

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ঢাকা: গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ পালন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় বাটাসহ বেশ কিছু ব্রান্ডের শোরুমে ভাঙচুর চালানো হয়, পণ্য নিয়ে যায় লুটপাট করে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, ‘যে ঘটনা ঘটছে সেটা উচিত হয়নি। দুই চারজন উদ্যোগী হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। ৪৯ জনকে আমরা গ্রেফতার করেছি।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সতর্ক থাকবো। সেজন্য সাংবাদিকদেরও ভূমিকা থাকবে। আপনারাও সহযোগীতা করবেন। সারাদেশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি।

সারাবাংলা/জেআর/এমপি

ফিলিস্তিন বাটা বাটা শো-রুম স্বরাষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী