Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসসির গেট ভেঙে ভেতরে আন্দোলনকারীরা, সেনাবাহিনী মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৭

পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। ছবি: সারাবাংলা

‎ঢাকা: নিজেদের দাবি আদায়ের এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েছেন বিসিএস প্রার্থীরা। এ ঘটনায় বাড়তি নিরাপত্তা জন্য পিএসসিতে সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সেনা সদস্যরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে জড়ো হয়ে ‎৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

‎সরেজমিনে দেখা যায়, চাকরিপ্রার্থীরা প্রথমে পিএসসির গেটের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে দুপুর সোয়া একটার দিকে গেট ঠেলে ভেতরে ঢুকে পড়েন তারা। রিপোর্ট লেখার আগ পর্যন্ত (২ টা ৪৫ মিনিট) তাদের ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

‎বিক্ষোভ অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা জানান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে আরও এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের মৌখিক শেষ করতে। এরমধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবে নাকি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবে?

‎চাকরিপ্রার্থীদের বিক্ষোভের পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

‎পিএসসি চেয়ারম্যান বলেন, যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুইটা পরীক্ষা। একটা সিলেবাস পড়েই পরীক্ষা দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় যৌক্তিক না।

বিজ্ঞাপন

‎তিনি জানান, ৪৪তম বিসিএস থেকে যে জট হয়েছে তা চাইলেই সহসাই সমাধান সম্ভব না। তাই আমরা একটি কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছি। আমরা পরীক্ষার খাতা পিএসসির বাইরে আর দেওয়া হচ্ছে না। পিএসসিতেই দেখা হবে পরীক্ষার খাতা। এতে কমে আসবে সময়। সেই সঙ্গে পরীক্ষার খাতা সেকেন্ড চেকিং পদ্ধতিতেও পরিবর্তন আসছে।

পিএসসি চেয়ারম্যান আরও বলেন, আমরা একগুচ্ছ পরিকল্পনা নিযে এগোচ্ছি। যা ধাপে ধাপে গণমাধ্যমে জানানো হবে।

‎সারাবাংলা/এনএল/ইআ

পিএসসি বিসিএস প্রার্থীরা সেনাবাহিনী মোতায়েন

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর