Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৯

টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি।

বরগুনা: বরগুনায় পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) গ্রেফতার দুজনকে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপারের (সদর) কার্যালয়ে উপস্থিত করা হয়। এর আগে রোববার (৬ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের হক মেম্বারের ছেলে সৈয়দ আহমেদ প্রিন্স (৪০) এবং বেতাগীর গ্রামদ্দন এলাকার আমজেদ হোসেন খানের ছেলে মো. মনির হোসেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১ নভেম্বর বেতাগী বুড়া মজুমদার ইউনিয়নের গ্রামার্দ্দন গ্রামের বাসিন্দা ও বামনা সরকারি কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র মো. ইব্রাহিম গোলদারকে (২০) পুলিশ বাহিনীতে চাকরী দেওয়ার কথা বলে সৈয়দ আহমেদ প্রিন্স (৪০) ও মো. মনির হোসেন খান (৪০) ছয় লাখ টাকার বিনিময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ইব্রাহীম গোলদারকে নিয়োগ দেওয়ার বিষয়টি মৌখিকভাবে চূড়ান্ত করে। প্রতারক মনির ও প্রিন্স ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে সর্বমোট ৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।

মনির ও প্রিন্স চাকরী দিতে ব্যর্থ হলে মো. ইব্রাহিমের পরিবার টাকা ফেরৎ চায় কিন্তু প্রতারকরা যোগাযোগ বন্ধ করে দেয়। এরই ধারাবাহিকতায় ভিকটিম মো. ইব্রাহিম (২০) নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য ও তারা প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে ভূক্তভোগীর দাদা মো. জলিল গোলদার (৫৮) বাদী হয়ে চারজনকে এজাহার নামীয় আসামী করে বেতাগী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে গোপন অনুসন্ধানের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম নেতৃত্বে ছায়া তদন্ত শুরু হয়। আসামিদের সব তথ্য-প্রমাণ সংগ্রহ করে তথ্য-প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত দুই প্রতারককে গ্রেফতারে সক্ষম হন।

বিজ্ঞাপন

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন হয় না। সাধারণ মানুষ সচেতন হলে প্রতারকরা প্রতারণা করার সুযোগ পাবে না। তিনি আরও বলেন, প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তাদেরকে কোর্টে পাঠানো হবে।

সারাবাংলা/এমপি

গ্রেফতার টাকা আত্মসাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর