Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারমাণবিক চুক্তির বিষয়ে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৫ ১৬:০২ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৭:৪৬

ইরান এবং যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে শনিবার (১২ এপ্রিল) সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আলোচনা হবে পরোক্ষ। মঙ্গলবার (৮ এপ্রিল) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য প্রচার করেছে।

ট্রাম্প বলেন, আলোচনা হবে অত্যন্ত উচ্চ পর্যায়ের এবং কোনো চুক্তি না হলে তা হবে ইরানের জন্য অত্যন্ত খারাপ দিন। গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প এই আলোচনার বিষয়টি প্রকাশ করেন। ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘আমাদের শনিবার একটি বড় বৈঠক রয়েছে ইরানের সঙ্গে। আমরা সরাসরি কথা বলছি। যদি চুক্তি হয়, তাহলে সেটা চমৎকার হবে।’

পরে তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আলোচনায় ব্যর্থ হলে ইরান মহা বিপদে পড়বে। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। আলোচনায় চুক্তি না হলে, সেটা ইরানের জন্য একটি ভয়ংকর দিন হবে।’

তবে ট্রাম্প আলোচনার অগ্রগতি বা কোন কোন কর্মকর্তা এতে অংশ নিচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ১২ এপ্রিল ওমানে বৈঠকে বসবে। সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, ‘এটি যেমন একটি সুযোগ, তেমনি একটি পরীক্ষা।’

গত মার্চে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের নেতার কাছে আলোচনার প্রস্তাব পাঠান, যা ইরান প্রত্যাখ্যান করে। তবে দেশটির নেতৃত্ব তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনায় আগ্রহ প্রকাশ করে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের কাছে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন রোধ করা দীর্ঘদিনের একটি প্রধান পররাষ্ট্র নীতি। ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে ইরানের সঙ্গে একটি চুক্তি হয়, যেখানে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে সম্মত হয়। এর বিনিময়ে, তেহরানকে বিভিন্ন নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়।

তবে ২০১৮ সালে ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করেন এবং পরবর্তীকালে ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করতে শুরু করে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সতর্ক করেছে যে, ইরান উল্লেখযোগ্য পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে।

ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে চায় এবং সম্প্রতি দেশটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা করে আসছে।

সারাবাংলা/এনজে

ইরান পারমাণবিক চুক্তি বৈঠক যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর