Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ যাত্রীরা সৌদি ত্যাগ না করলে শাস্তি

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৬:২৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৭:১৯

পবিত্র কাবা। ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি ২০২৫ সালের পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে এখন পর্যন্ত যে সব বিদেশি মুসল্লি সৌদি আরবে অবস্থান করছেন, তাদেরকে নিজের দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২৯ এপ্রিলের মধ্যে তাদেরকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সৌদি গেজেট নামের ওই সংবাদমাধ্যম বলছে, হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিদেশি ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ তারিখ হিসেবে ১ জিলকদ অর্থাৎ ২৯ এপ্রিল নির্ধারণ করেছে। আগামী ১ জিলকদ থেকে শুরু হওয়া বার্ষিক হজ মৌসুমের প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে সৌদি মন্ত্রণালয় আগামী ১৩ এপ্রিল তথা ১৫ শাওয়াল পর্যন্ত পবিত্র ওমরাহ পালনের জন্য ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বলে বিবৃতি দেয়।

সৌদি মন্ত্রণালয় সুত্রের উদৃতি দিয়ে পত্রিকাটি আরো বলেছে, ওমরাহ যাত্রীদের ফিরে যাওয়ার জন্য নির্ধারিত তারিখের বেশি সময় ধরে সৌদিতে অবস্থান করলে তা আইনগত শাস্তির বিধানের মধ্যে পড়বে। এছাড়া ব্যক্তিদের পাশাপাশি ওমরাহ পরিষেবা প্রদানকারী সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোকেও নির্দিষ্ট সময়ের মধ্যে হজযাত্রীদের প্রস্থান সম্পর্কিত নিয়ম এবং নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সৌদি সরকার নির্দিষ্ট তারিখের মধ্যে ফিরে যেতে যে কোনও ধরনের বিলম্ব আইনের লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে। কোম্পানি এবং প্রতিষ্ঠান কর্তৃক হজযাত্রীদের অতিরিক্ত সময় ধরে অবস্থানের বিষয়ে রিপোর্ট না করলে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়াও সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

পবিত্র ওমরাহ সৌদি আরব হজ

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর