পরিবারসহ এনবিআরের সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৮ এপ্রিল ২০২৫ ১৬:৫১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৯:৪৮
ঢাকা: স্ত্রী-ছেলেসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
পরিবারের অন্য সদস্যরা হলেন- নজিবুর রহমানের স্ত্রী নাজমা রহমান, ছেলে ফুয়াদ এনএ রহমান ও ফারাবী এনএ রহমান।
দুদকের আবেদনে বলা হয়েছে, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। এর মধ্যেই পরিবারের সদস্যদের নিয়ে নজিবুর রহমান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন বলে অনুসন্ধানে জানা গেছে। তারা পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়।
সারাবাংলা/আরএম/এসডব্লিউ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান