Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় দাঙ্গায় ৮৬ জনের মৃত্যু


২৫ জুন ২০১৮ ১১:৩৯

।। আন্তর্জাতিক ডেস্ক।।

কৃষক এবং পশুপালকদের সঙ্গে সংঘর্ষে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় অন্তত ৮৬ জন মারা গেছেন।

দেশটির পুলিশের বরাত দিয়ে সোমবার (২৫ জুন) বিবিসি জানিয়েছে, মধ্য নাইজেরিয়ার একটি রাজ্যে প্রতিশোধমূলক এই আক্রমণের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সংবাদমাধ্যেমের তথ্য অনুযায়ী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বেরম কৃষক গোত্রের লোকজন ফুলানি পশুপালকদের উপর হামলা চালালে বৃহস্পতিবার এই দাঙ্গা আরম্ভ হয়।

জমি নিয়ে বিরোধের জের ধরে এই ধরনের দাঙ্গার ঘটনা দেশটিতে অনেক পুরাতন। ঘটনাস্থলের আশপাশের ৩টি স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পুলিশ কমিশনার আনডাই এডাই বলেন, সংঘর্ষের ঘটনায় ৮৬ জন নিহতের পাশপাশি ৬ জন আহত হয়েছেন। এছাড়া ৫০টি ঘর, ১৫ টি মোটরসাইকেল এবং ২ টি গাড়ি পোড়ানো হয়েছে।

সারাবাংলা/এমআইএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/

আরও পড়ুন..

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে বহু হতাহত

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১১

কেনিয়া-নাইজেরিয়ার প্রতারক চক্রের ফাঁদে বাংলাদেশি নারীরা

আফ্রিকা দাঙ্গা নাইজেরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর