Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া গ্যাস সেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৭:০৫

উদ্ধার হওয়া গ্যাস সেল।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া ১২টি গ্যাস সেল নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি স্বরসতী নদী থেকে গ্যাস সেল উদ্ধার করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ধোপাকান্দিতে স্বরসতি নদীতে পানি কমে যাওয়ায় আজ (মঙ্গলবার) সকালে মাছ ধরতে যায় স্থানীয় কয়েকজন যুবক। এ সময় তারা একটি পলিথিনে মোড়ানো গ্যাস সেল দেখতে পায়। পরে তারা বিষয়টি সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানাকে অবগত করেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে গ্যাস সেল উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, গত ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। উদ্ধার হওয়া গ্যাস সেল গুলো হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া গ্যাস সেল বলে ধারণা করা হচ্ছে। গ্যাসসেল গুলো ৩৮ এমএম সাইজের।

সারাবাংলা/এসডব্লিউ

গ্যাস সেল উদ্ধার