Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাটা-কেএফসিতে হামলা করে বাঙালির গৌরবকে কলঙ্কিত করেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৭:১৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৯:৪৮

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ঢাকা: ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলাকালে কতিপয় দুস্কৃতকারী বাটা-কেএফসিতে হামলা করে বাঙালির গৌরবকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এ নাগরিক সমাবেশ আয়োজন করে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন এ কর্মসূচি আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘‘ফিলিস্তিনের গাজা ও রাফায় মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ ঘৃণা প্রকাশ করেছে। কিন্তু আমাদের দেশে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল চলাকালে কিছু দুষ্কৃতিকারী বাটা ও কেএফসিতে হামলা ও লুটপাট করেছে। এটা সমর্থনযোগ্য নয়। যারা এটা করেছে, তারা বাঙালি জাতির মানবতাবোধকে কলঙ্কিত করেছে। জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের অহংকার সেটাকে তারা কলঙ্কিত করেছে। আগামীতে এই লুটপাটকারী, দখলদারদের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’’

তিনি বলেন, ‘গোটা বাঙালি জাতি, মুসলিম জাতি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু যারা রুখে দাঁড়াবেন বলে আমরা প্রত্যাশা করি, তারা কার্যকর ভূমিকা না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। আমার মনে হয়, সারা বিশ্বকে মানবতার পক্ষে আমাদের দাঁড়াতে হবে।’’

শামসুজ্জামান দুদু বলেন, ‘‘যে কোনো মানবতাবিরোধী দেশ, জাতি, গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান থাকবে। আমরা সশস্ত্র সংগ্রাম এবং লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভূমি পেয়েছি। ৭১ সালের আমাদের ওপর গণহত্যা চালিয়েছিল পাকিস্তান। সুতরাং গণহত্যা কী, সেটা বাঙালি জাতি জানে। গণহত্যা কত নির্মম, ভয়ংকর সেটা জাতি ও দেশ হিসেবে আমরা জানি।’’

বিজ্ঞাপন

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতিকে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

গাজায় গণহত্যা শামসুজ্জামান দুদু

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর