খুলনায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, দগ্ধ ২
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৭:৪৬
৮ এপ্রিল ২০২৫ ১৭:৪৬
খুলনা: খুলনায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ২ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) পৌনে ২টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ট্রাকস্ট্যান্ড কাঁচা বাজার এলাকার সুমন মটরস গ্যারেজে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার শুকুর আলীর ছেলে গ্যারেজ মালিক সুমন এবং গল্লামারী দরগা রোড এলাকার মো. ওহিদুল মোল্লার ছেলে মিস্ত্রি হৃদয়।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে তারা দুইজন গ্যারেজের সামনে ফাকা কেমিক্যাল ড্রামের মুখ গ্যাস কাটারের মাধ্যমে খুলতে থাকেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ড্রামটি ফেটে যায়। এ সময় তারা গুরুতর আহত হয়। বিস্ফোরণে তাদের হাটুর নিচের অংশ দগ্ধ হয়।
সোনাডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দগ্ধ দুজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সারাবাংলা/এসডব্লিউ