Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের কাঁচির আঘাতে বাবার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৯:৩৩

মৃত আজিজুল হক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছেলের কাঁচির আঘাতে আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মৃত আজিজুল হকের (৬৬) বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকায়।

এ ঘটনায় পুলিশ তার ছেলে সাজ্জাদ হোসেন আসিফকে (২২) গ্রেফতার করেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার সারাবাংলাকে জানিয়েছেন, গত ৪ এপ্রিল নিজ বাড়িতে সাজ্জাদের কাঁচির আঘাতে গুরুতর আহত হন আজিজুল। এরপর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সাজ্জাদ কিছুটা মানসিক ভারসাম্যহীন। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করানো হচ্ছিল।

সারাবাংলা/আরডি/এইচআই

কাঁচির আঘাতে বাবার মৃত্যু ছেলের হাতে বাবা নিহত নিহত বাবা খুন হত্যা

বিজ্ঞাপন

আজ চৈত্র সংক্রান্তি
১৩ এপ্রিল ২০২৫ ০৯:২২

আরো

সম্পর্কিত খবর