সেনাবাহিনীর মধ্যস্থতায় ৩ দিন সময় দিয়ে পিএসসি ছাড়লেন পরীক্ষার্থীরা
স্টাফ করেসপন্ডন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৮:১৯ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৯:৪৭
৮ এপ্রিল ২০২৫ ১৮:১৯ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৯:৪৭
ঢাকা: সেনাবাহিনীর মধ্যস্থতায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কার্যালয় ছেড়েছেন ৪৬তম বিসিএস পরীক্ষার্থীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটে পিএসসি কার্যালয় ত্যাগ করেন তারা।
চাকরিপ্রার্থীরা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাছে পিএসসি তিনদিনের সময় চেয়েছে। আমরা সেনাবাহিনীর ওপর আস্থা রাখতে চাই। সেনাবাহিনীর ওপর আস্থা রেখে আমাদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি।
তারা জানান, আমরা আজ পিএসসি ছেড়ে গেলেও আমাদের কর্মসূচি চলবে।
এর আগে, মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন।
সারাবাংলা/এনএল/পিটিএম