দখলকৃত জমিতে নির্মিত ট্রাক টার্মিনাল ভবন গুড়িয়ে দিল প্রশাসন
৮ এপ্রিল ২০২৫ ১৮:৩২ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ২২:৩১
সাতক্ষীরা: জেলার মেডিকেল কলেজের পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ ট্রাক টার্মিনাল ভবন গুড়িয়ে দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলিপুর এলাকায় সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে ট্রাক টার্মিনালে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা দুইতলা একটি ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে অবৈধ জমি দখলদারমুক্ত করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আব্দুস সবুরের দখলে থাকা ৫.৪৮ একর (১৬.৬ বিঘা) জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়।
এছাড়া তার দখলে থাকা সব খাস জমি আগামী এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অবৈধ দখলদার উচ্ছেদ ও সরকারি খাস জমি উদ্ধারে এ অভিযান চলমান থাকবে বলে জেলা প্রশাসন জানায়।
সারাবাংলা/আরএস