বাংলাদেশে ব্যবসার সুবিধা ও সমস্যা জানতে চেয়েছেন বিনিয়োগকারীরা: বিডা চেয়ারম্যান
৮ এপ্রিল ২০২৫ ১৯:১৮ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৯:৪১
মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
ঢাকা: সম্মেলনে আগত বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে ব্যবসার সুবিধা ও সমস্যার কথা জানতে চেয়েছেন- বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন।
বিডা চেয়ারম্যান বলেন, ‘এবারের সামিটের মূল লক্ষ্য হচ্ছে নেটওয়ার্কিং। এখানে আমরা নেটওয়ার্কিংকে প্রধান্য দিচ্ছি। সম্মেলনে আগত ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল ভিজিট করা বিদেশি বিনিয়োগকারীরা দুই ক্যাটাগরিতে প্রশ্ন করেছেন। প্রথমত বাংলাদেশে ব্যবসা করলে কী ধরণের সুবিধা দেওয়া হবে। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, সেটি হচ্ছে- ইতোমধ্যে যারা ব্যবসায়ী আছেন, তারা কী ধরণের সমস্যা ফেইস করছেন এবং সেগুলো উত্তরণে তাদের কী করতে হবে। এছাড়া লাল ফিতার দৌরাত্ম্য বন্ধে সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে- সে বিষয়েও জানতে চেয়েছেন তারা।
তিনি বলেন, ‘ইজ অব ডুয়িং বিজনেস সূচক অনেক আগে করা হয়েছে। এখন আর এটা ফলো করা উচিত নয়। পৃথিবীর এমন কোন মার্কেট নেই যেখানে সমস্যা নেই। প্রত্যেক দেশেরই কিছু সমস্যা রয়েছে। সমস্যা যেগুলো রয়েছে, আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। এই সমস্যাগুলো আমরা আগামী এক বা দুই বছরে সমাধান করার চেষ্টা করবো।’
অপর এক প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান বলেন, ‘চীনারা ইতোমধ্যেই সেকেন্ড পোর্ট করার কথা বলেছে, আমরা সেটি মোংলাতে করছি। শুধু চট্টগ্রামকে ফোকাস করছি না৷ এক পোর্টের সাথে অন্য পোর্টের সম্পর্ক কী হবে, সেটি নিয়েও আমরা কাজ করছি।
’তিনি বলেন, ‘আমরা শুনেছি যে, চীনা একটি কোম্পানি সাড়ে ৩ বছর ধরে ঘুরছে। কিন্তু লাইসেন্স পাচ্ছে না। তবে সেই প্রতিষ্ঠানের নাম কিংবা কী কারণে লাইসেন্স পায়নি- তা আগামী এক সপ্তাহ পর বলতে পারবো। তারা একটি বৃহৎ মেনুফ্যাকচেরার কোম্পানি।’
বিডা চেয়ারম্যান বলেন, ‘এই সামিটের ফলে এতো কর্মসংস্থান হবে, আমরা সেটি বলবো না। আমি কোন ফাইনাল নম্বর বলতে পারবো না। আমরা কোন ন্যারেটিভ একা ড্র করতে চাই না।’
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, এর প্রভাবে পুরো বিশ্ব সাফার করছে। শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সমস্যা। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব সাফার করছে। প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে এরইমধ্যে চিঠি দিয়েছেন। আমরা সেই চিঠি পাবলিক করে দিয়েছি।’
এদিকে, গাজায় গণহত্যার প্রতিবাদে গতকাল দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ভাংচুর ও চুরির ঘটনায় ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর এ ঘটনায় ৪টি মামলা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। মঙ্গলবার ছিলো সম্মেলেনের দ্বিতীয় দিন। বিডার আয়োজনে এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী অংশ নিচ্ছে। সম্মেলনে শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ছাড়াও বহু সংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন অংশগ্রহণ করছে।
সারাবাংলা/ইএইচটি/আরএস