Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাসিক হোটেলে স্ট্রোকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ২১:৫১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ২৩:৪৮

পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) জোবাইর আহমেদ। ছবি: সংগৃহীত

বরিশাল: নগরীর সদর রোডের হোটেল সামস-এ স্ট্রোক করে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) জোবাইর আহমেদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

ইন্সপেক্টর জোবাইর আহমেদ পটুয়াখালীর বাউফল উপজেলার আহম্মেদ হোসেনের ছেলে। তিনি সাতক্ষীরার কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আদালতে একটি মামলার সাক্ষী দিতে মঙ্গলবার বরিশাল এসেছিলেন তিনি। হোটেল সামস-এ অবস্থানকালে দুপুর ১২টার দিকে জোবাইর অসুস্থ হয়ে পড়েন। তাকে উপস্থিত লোকজন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (৯ এপ্রিল) ইন্সপেক্টর জোবাইর আহমেদের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

সারাবাংলা/পিটিএম

অফিসার পুলিশ মৃত্যু স্ট্রোক

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর