Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ২২:৫৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

মালয়েশিয়াগামী ট্রলারসহ রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে নৌবাহিনীর সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের গভীর সাগরে এ অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ট্রলারসহ এসব রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়াদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ নারী ও ২৮ জন শিশু রয়েছে। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এতে বলা হয়েছে, সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল পয়েন্ট দিয়ে ২১৪ জন রোহিঙ্গা বোঝাই ‘এফবি কুলসুমা’ নামের একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমের ৪৪ নটিক্যাল মাইল দূরবর্তী গভীর সাগরে ট্রলারটি অবস্থান করছিল। এ সময় নৌবাহিনীর ‘বানৌজ দুর্জয়’ জাহাজটি সদস্যরা ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামার জন্য নির্দেশ দেয়। কিন্তু ট্রলার দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে নৌবাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে ট্রলারটির গতিরোধ আটকাতে সক্ষম হয়।

এ সময় ট্রলারে থাকা লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া তথ্য জানায়। তারা সকলে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক বলে তথ্য দেয়। পরে ট্রলারে থাকা রোহিঙ্গাদের উদ্ধার করে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে আনার পর হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এসব রোহিঙ্গাদের পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য কোস্টগার্ড ব্যবস্থা নেবে বলে নৌবাহিনীর সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর জানান, মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নৌবাহিনীর সদস্যরা কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে হস্তান্তর করেছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধার রোহিঙ্গাদের পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এইচআই

উদ্ধার কক্সবাজার গভীর সাগর মালয়েশিয়াগামী ট্রলা রোহিঙ্গা সেন্টমার্টিন

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর