Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাচেষ্টা মামলায় আ.লীগ নেতা জাকির হোসেন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ২৩:১৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকির হোসেন দুলাল

শরীয়তপুর: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে হত্যা চেষ্টা মামলায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকির হোসেন দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টায় গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় গোসাইরহাট থানা পুলিশ তথ্য ও প্রযুক্তির সহায়তায় পালং মডেল থানা পুলিশের মাধ্যমে শরীয়তপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী ও তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুরুদ্দিন অপু তার গ্রামের বাড়ি গোসাইরহাট উপজেলার কোদালপুর থেকে একটি মিছিল নিয়ে পায়ে হেঁটে উপজেলা সদরের দিকে যান। মিছিলটি পট্টি এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই মিছিলে হামলা করে। হামলায় নুরুদ্দিন অপু গুরুতর আহত হলে হেলিকাপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়। এ ছাড়াও বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির এক নেতা হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সদস্য, গোসাইরহাট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকির হোসেন দুলাল দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন।

এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, সাবেক সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি জাকির হোসেন দুলাল দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে পালং মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতা গ্রেফতার গ্রেফতার শরীয়তপুর হত্যা চেষ্টা

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর