ধূমপানে বাধা দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ০০:১৭
৯ এপ্রিল ২০২৫ ০০:১৭
বরিশাল: ধূমপানে বাধা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ঝালকাঠির নলছিটিতে গলায় ফাঁস দিয়ে পূজা রানী (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট চরবহরমপুর আবাসনে এ ঘটনা ঘটে। পূজা রানী ওই এলাকার সুশান্ত মাতব্বরের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বান্ধবীর সঙ্গে পূজা ধূমপান করেছে- এমন খবর পেয়ে তার মা তাকে শাসন করেন। এর পর মায়ের সঙ্গে অভিমান করে বসতঘরসংলগ্ন টয়লেটে গিয়ে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
অনেক খোঁজাখুঁজির পর ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন ।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/পিটিএম