Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিছিল থেকে রেস্তোরাঁয় আক্রমণ: চট্টগ্রামে কিশোর গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ০০:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ মিছিল থেকে বিভিন্ন রেস্তোরাঁয় আক্রমণ ও ভাঙচুরের ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১১ টার দিকে নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, কিশোরের বয়স আনুমানিক ১৭ বছর।

সোমবার সন্ধ্যায় আনুমানিক ৬০০-৭০০ জনের একটি মিছিল নগরীর জামালখান থেকে চকবাজারের দিকে যাবার পথে কলেজ রোডসহ আশপাশের এলাকায় কয়েকটি রেস্তোরাঁয় ভাঙচুর চালায়। মিছিলকারীরা রেস্তোরাঁ থেকে কোকা কোলা ও পেপসির বোতল বের করে রাস্তায় প্রকাশ্যে ভাঙচুর করে।

এ ঘটনায় চকবাজার থানা পুলিশ ওই কিশোরকে শনাক্ত করে গ্রেফতার করছে। তবে ভাঙচুরের ঘটনায় এখনো মামলা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এইচআই

কিশোর গ্রেফতার গাজায় গণহত্যা রেস্তোরাঁয় আক্রমণ