চ্যাম্পিয়নস লিগ
বায়ার্নের জয়যাত্রা থামিয়ে দিল ইন্টার
৯ এপ্রিল ২০২৫ ০৯:২৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৩:৪১
নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ২২ ম্যাচে অপরাজিত ছিলেন তারা। বায়ার্ন মিউনিখের সেই জয়যাত্রা থামিয়ে দিল ইন্টার মিলান। আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ২-১ গোলে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল ইন্টার।
ম্যাচের শুরু থেকে অবশ্য দাপট ছিল স্বাগতিকদেরই। একের পর এক আক্রমণে ইন্টার রক্ষণভাগকে স্বস্তিতে থাকতে দেয়নি বায়ার্ন ফরোয়ার্ডরা। কেইন, অলিস, গেরেইরারা গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেননি।
স্রোতের বিপরীতে ম্যাচে লিড নেয় ইন্টার। ৩৮ মিনিটে মার্কাস থুরামের বুদ্ধিদীপ্ত এক অ্যাসিস্টে বল পান লাউতারো মার্টিনেজকে। নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন এই আর্জেন্টাইন। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া বায়ার্ন আক্রমণাত্মক মুডে খেললেও গোল যেন কিছুতেই আসছিল না। অবশেষে ম্যাচের শেষভাগে বদলি হিসেবে নামা থমাস মুলারের গোলে সমতা ফেরায় বায়ার্ন। ৮৫ মিনিটে লাইমারের বাড়ানো বলে গোল করে এই মৌসুম শেষেই ক্লাবকে বিদায় বলার ঘোষণা দেওয়া মুলার।
ম্যাচের এই সমতা অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৮ মিনিটে বায়ার্নকে স্তব্ধ করে ম্যাচে আবারও লিড নেয় ইন্টার। অগাস্তুর অ্যাসিস্টে গোল করেন দাভিদে ফ্রাতেসি।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার। ২০২১ সালের এপ্রিলের পর আবার নিজেদের মাঠে হারের তিক্ত স্বাদ পেল বায়ার্ন। আগামী ১৭ এপ্রিল দ্বিতীয় লেগে সান সিরোতে মুখোমুখি হবে ইন্টার ও বায়ার্ন।
সারাবাংলা/এফএম
ইন্টার মিলান চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখ লাউতারো মার্টিনেজ