Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ ছুটি কাটিয়ে আজ খুলেছে মাধ্যমিক বিদ্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১০:০৫ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১২:২৮

আজ থেকে খুলেছে মাধ্যমিক বিদ্যালয়।

ঢাকা: পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ ৪০ দিন পর খুলেছে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। তবে যে সব স্কুলে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেসব বিদ্যালয় এখুনি খুলছে না। এর আগে মঙ্গলবার থেকে খুলেছে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

বুধবার (৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর-মাউশি এরমধ্যে খোলার বিষয়ে নোটিশ জারি করেছে। আজ থেকে পুরাদমে ক্লাস শুরু হবে।

২০২৫ সালের শিক্ষাপুঞ্জি অনুযায়ী এই ছুটি নির্ধারন করা ছিল। সেখানে পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়। শিক্ষাপুঞ্জি অনুসরন করে গত ২৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরুর আগে সবশেষ ক্লাস নেওয়া হয়। ওইদিনই স্কুলগুলোতে ছুটির নোটিশ জারি করা হয়। তবে কিছু কিছু বেসরকারি ও ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ১৩ রমজান পর্যন্ত পাঠদান অব্যাহত রাখে। এতো দীর্ঘ ছুটি দেওয়া অভিভাবকরা প্রতিবাদ জানিয়ে আরও কিছুদিন স্কুল খোলা রাখার পরামর্শ দিলেও সরকার শিক্ষাপুঞ্জি মেনেই ছুটি বহাল রেখেছে।

স্কুল খোলার পর থেকে যে সব শিক্ষার্থী এখনো নতুন বই পায়নি, তাদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে মাউশি কর্মকর্তারা জানিয়েছেন। বই দেরি করে পাওয়া এবং দীর্ঘ ছুটির কারণে যে শিখন ঘাটতি হয়েছে তা পুরণে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যে সব বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র পরবে। সেসব বিদ্যালয় বন্ধ থাকবে।

সারাবাংলা/জেআর/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর