Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় ১০ মামলা, গ্রেফতার ৭২

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১১:৫৩

সোমবার সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১০টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে এসব মামলায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে পাঁচজন, গাজীপুরে চারজন, নারায়ণগঞ্জে চারজন, কুমিল্লায় তিনজন এবং কক্সবাজারে চারজন।

বিজ্ঞাপন

এর আগে, গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে গত সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ধর্মঘট পালন করা হয়।

ওইদিন সকাল থেকে সারাদেশের জেলা-উপজেলা শহর ছিল প্রতিবাদমুখর। এসব বিক্ষোভের মধেই কিছু মানুষ ফাস্ট ফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটার মত আন্তর্জাতিক ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার ঘটনা ঘটে। পাশাপাশি কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপ রাখায় বিভিন্ন দোকান ও রেস্তোরাঁতেও হামলা করা হয়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, পুলিশ বিক্ষোভ চলাকালে ধারণকরা ভিডিও পর্যালোচনা করছে, যাতে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা যায়। অভিযানে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া তদন্তে সহায়তা করতে সাধারণ নাগরিকদের প্রতিও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। কারও কাছে যদি সংশ্লিষ্ট কোনো তথ্য থাকে, তা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

গ্রেফতার ভাঙচুর মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর