Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করলেন প্রধান উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১২:৫৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৬:০৬

বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই পুরস্কার তুলে দেন। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে বিনিয়োগে অবদান রাখার জন্য চার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই পুরস্কার তুলে দেন। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত এই সম্মেলন ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে।

পুরস্কর পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকস।

এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। বুধবার ছিল সম্মেলেনের তৃতীয় দিন। বিডার আয়োজনে এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী অংশ নিচ্ছে। সম্মেলনে শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ছাড়াও বহু সংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন অংশগ্রহণ করছে।

সারাবাংলা/ইএইচটি/এমপি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) বিনিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর