Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ছুরিকাঘাতে বন্ধুকে খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৩:২২ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৩:২৮

ছুরিকাঘাত। প্রতীকী ছবি

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে টাকা লেনদেনের জের ধরে বন্ধুকে ছুরিকাঘাতে খুন করার ঘটনা ঘটেছে।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর শাহাজ উদ্দিন স্কুলের পেছনে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত জীবন মিয়া (২৭) বাসের হেলপার ছিলেন। তার আরেক বন্ধু আব্দুর রহমান জানান, তাদের বাড়ি গাজীপুর টঙ্গীর লেদু মোল্লা রোড হোসেন মার্কেট এলাকায়। জীবনের বাবার নাম দেলোয়ার হোসেন। সে ভিআইপি ২৭ বাসের হেলপার ছিল।

তিনি আরও জানান, জীবনের আরেক বন্ধু শামছু সরকারের সঙ্গে এলাকার সুজন নামে এক যুবকের টাকা পয়সা লেনদেন নিয়ে ঝামেলা ছিল। এই বিষয় নিয়ে সুজনের সঙ্গে জীবনের ঝগড়া হয়। গত রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে টঙ্গী শাহাজ উদ্দিন স্কুলের পেছনে সুজনসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে জীবনের পিঠে ও ডান পায়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে মুমূর্ষ অবস্থায় ওই যুবককে স্বজনরা হাসপাতালে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের পিঠে ও পায়ে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

টঙ্গীতে ছুরিকাঘাতে বন্ধুকে খুন