‘নববর্ষে সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে উৎসব উদযাপন হবে’
৯ এপ্রিল ২০২৫ ১৩:৩৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৬:২০
ঢাকা: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘ফিলিস্তিনে যেভাবে গণহত্যা চলছে, এই পরিস্থিতিতে আমরা শুধুমাত্র দেশের জন্য শুভকামনা করে নববর্ষ উদযাপন করতে পারি না। তাই আমরা সারা বিশ্বের শান্তি কামনা করে আমাদের নববর্ষ বা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করব।’
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। বাংলা ব্যান্ড মিউজিশিয়ানস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এবারের মঙ্গলসভা যাত্রায় ২০০ জন বাংলাদেশ ব্যান্ড তারকা উপস্থিত থাকবে। সেখানে ফ্রী ফর ফিলিস্তিনি গান গেয়ে শোভাযাত্রা হবে এবং সবার হাতে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকাও থাকবে।’
এছাড়াও আরও একটি নতুনত্ব রয়েছে বলে মোস্তাফা সরয়ার ফারুকী জানান, ‘নতুনত্ব হিসেবে এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকবেন নৃ-গোষ্ঠী জাতিরা। এর আগে কখনো অন্যান্য জাতি গোষ্ঠীকে একত্রিত করা হয়নি বা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আমরা এটা করেছি। কারণ এটা পুরো দেশের মানুষের উৎসব।’
ফারুকী বলেন, ‘ফিলিস্তিনিতে যা হচ্ছে, এই মুহূর্তে আমরা যদি শুধুমাত্র দেশের কামনা করে নববর্ষ পালন করে তাহলে সেটা স্বার্থপরতা ছাড়া আর কিছুই হবে না। ফলে এই নববর্ষে আমরা ফিলিস্তানে যা হচ্ছে তার প্রতিবাদস্বরূপ, সেটি বন্ধ করে ফিলিস্তিনিতে শান্তি কামনা করে আমরা যদি নববর্ষ পালন করি সেটা আমাদের জন্য হবে ফলপ্রসু। আমাদের সংস্কৃতিটা কি এবং কেমন সেটা একভাবে বিশ্বের কাছে তুলে ধরার মতন।’
এই শোভাযাত্রায় আরও যারা মিউজিশিয়ান আছেন, তাদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এবারের শোভাযাত্রায় ২০০ মিউজিসিয়ান অংশগ্রহণ করবেন। আমরা আশা করছি আমরা আহ্বান দেয়ার পর ঢাকা এবং আশপাশে আরও যেসব মিউজিসিয়ানরা আছেন তারা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবং গিটার হাতে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিবেন। এর ফলে আমরা প্রত্যাশা করি যে এবারে মঙ্গল শোভাযাত্রায় সব মিলিয়ে প্রায় ৫০০ সাড়ে ৫০০ জন মিউজিশিয়ান থাকবেন। আর সবাই মিলে গান গাইবেন, ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’।
তিনি বলেন, ‘এ বছর চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শোভাযাত্রা আরও বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্যে কিছু আকর্ষণীয় ও ভিন্ন আয়োজন রয়েছে যার অন্যতম তারুণ্যনির্ভর ব্যান্ড সংগীতের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।আলোচিত হওয়া না হওয়া সেটা আমাদের ফোকাস না। আমরা যে উদ্দেশ্যে নতুন বছর পহেলা বৈশাখ পালনের কর্মসূচিগুলো দিচ্ছি, আমাদের দুটি ফোকাস রয়েছে। একটি হচ্ছে ফ্যাসিবাদের ফলে কালচারাল বা সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতগুলো হয়েছে, সেগুলো পূরণ করার লক্ষ্যে সাংস্কৃতিক অঙ্গনগুলোর উন্নয়ন এবং নতুনত্ব উপস্থাপন।’
শিল্পকলা একাডেমিতে নতুন পরিচালক যুক্ত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, ‘এবার পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী এই উৎসবগুলো আপনারা যদি গত ৫৪ বছরের সাংস্কৃতিক অঙ্গনের ইতিহাসগুলো দেখেন, তাহলে দেখবেন যে গত ৫৪ বছরে কখনো ঈদুল ফিতর উপলক্ষে চান রাতে উৎসব হয়নি। যা এবার হয়েছে। সামনে সারাদেশের সবগুলো শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে শিল্পকলা একাডেমি এখন অভিভাবকহীন নয় এবং যে আমাদের যে কর্মীরা এখন শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অঙ্গনটা চালাচ্ছেন তারা খুব ভালো কাজ করছেন এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাই নতুন পরিচালক যুক্ত হওয়ার বিষয়ে আমরা আরও পরে সিদ্ধান্ত নিব।’
সংবাদ সম্মেলনে বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের পক্ষ থেকে ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেছেন, ‘এই প্রথমবার পহেলা বৈশাখে আমাদের ব্যান্ড মিউজিসিয়ানদের কে আমন্ত্রণ জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমি এর প্রতি আমরা কৃতজ্ঞ। পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রায় আমরা সবাই মিলে ফিলিস্তানের পক্ষে গান গাইব। ফিলিস্তানি তে যে গণহত্যা চলছে যে বর্বরতা চলছে তার প্রতিবাদস্বরূপ আমাদের এই গান। পাশাপাশি নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য অন্যান্য গানেরও পরিবেশনা থাকবে।’
সংবাদ সম্মেলনে বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের পক্ষ থেকে ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেছেন, ‘এ বছর চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শোভাযাত্রা আরও বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্যে কিছু আকর্ষণীয় ও ভিন্ন আয়োজন রয়েছে যার অন্যতম তারুণ্যনির্ভর ব্যান্ড সংগীতের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর সময়োপযোগী ও ভিন্ন কিছু বার্তা নিয়ে শোভাযাত্রায় শতাধিক শিল্পীর হাজির হবে।’
সারাবাংলা/এফএন/এসডব্লিউ
নববর্ষ উদযাপন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী