Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন পেল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, প্রতীক রকেট

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৪:২৫ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

দলটির প্রতীক বরাদ্দ করা হয়েছে ‘রকেট’।

ঢাকা: আদালতের নির্দেশে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)। দলটির প্রতীক বরাদ্দ করা হয়েছে ‘রকেট’। নিবন্ধন নম্বর ৫৫।

‎বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএমজেপি’র প্রেসিডেন্ট সুকৃতি কুমার মন্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎বিএমজেপি’র প্রেসিডেন্ট সুকৃতি কুমার মন্ডল বলেন, ২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম। বিশেষ কারণে নিবন্ধন ওই সময় পাইনি। বাছাইয়ে আমরা ছিলাম। দুটি দলকে দেয়। আমরা প্রতিবাদ জানাই। ৫ আগস্টের পর রিট করে দলটি।

‎নিবন্ধনের কাগজ পেয়ে তিনি বলেন, আজকে কাঙ্খিত নিবন্ধন সনদ পেলাম। আজ স্বপ্ন পূরণ হয়েছে। ৫৪ বছরে আমরা রাজনীতির স্বাদ গ্রহণ করতে চাচ্ছি। তিন কোটির মতো মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আছে। এখন আমরা রাজনীতি করার অধিকার পেলাম। আমরা রাজনৈতিকভাবে সচেতন। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সমর্থন আছে। আমাদের প্রতীক রকেট।

‎২০১৭ সালে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটে। একাদশ সংসদ নির্বাচনে দলটি আবেদন করলেও বাছাই পর্ব পার হতে পারে নি। পরে এ নিয়ে আদালতের শরণাপন্ন হয়। গত ১১ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

‎ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

‎এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পর বিএমজেপি নিবন্ধন পেল; এখন নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫০ এ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/ইআ

নিবন্ধন নির্বাচন কমিশন বিএমজেপি

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর