গাজায় গণহত্যা: জাতিসংঘ-ওআইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এনপিপি
৯ এপ্রিল ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৫
ঢাকা: ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও গণহত্যায় জাতিসংঘ এবং মুসলিম দেশসমূহের সংগঠন ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন।
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইজরায়েলি হানাদার বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এ বিক্ষোভ মিছিল আয়োজন করে এনপিপি।
ড. ফরহাদ বলেন, ‘‘গাজায় নিরাপরাধ নিষ্পাপ শিশুদের ওপর যে বর্বরতা, গণহত্যা চালানো হচ্ছে, তা চরম মানবধিকারের লঙ্ঘন। বিশ্বের এমন কোনো যুদ্ধ আইন নেই, যে আইনে গণহত্যা বৈধ। আমরা দেখছি, মানবতার ধোঁয়া তোলা বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু ওআইসি আজ নির্জীব। জাতিসংঘও আজ নিশ্চুপ।’’
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র পক্ষ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠেয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে এনপিপি সংহতি জানিয়ে অংশগ্রহণ করবে বলে জানান ড. ফরহাদ।
এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপির যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সেখ ফরিদ, প্রচার সম্পাদক মো. মোজাফফর আহমদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফারিয়া জামান, ঢাকা মহানগর সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মিছিলে কয়েক শ’ নেতা-কর্মী, সমর্থক অংশ নেন।
সারাবাংলা/এজেড/ইআ