জঙ্গি সাজিয়ে ৯ হত্যা
সাবেক আইজিপি শহিদুলসহ ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
৯ এপ্রিল ২০২৫ ১৫:১৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৫
ঢাকা: রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি একেএম শহিদুল হকসহ তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউর গাজী এমএইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।
প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ২০১৬ সালের ২৪ মার্চ জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করা হয়। ওই মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ছাড়াও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সাবেক এসপি জসিম উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের অনুমতির পাশাপাশি গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল তাদের আলাদা আলাদা সেফহোমে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। একই সঙ্গে মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ৭ মে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজধানীর কল্যাণপুরে জাহাজ ভবন নামের একটি বাসায় ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে নাটক সাজানো হয়। ওই অভিযানে ৯ জন ইসলামি মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়।
সারাবাংলা/আরএম/এমপি