ছেলে শিশুকে নিপীড়ন, দোকানি গ্রেফতার
৯ এপ্রিল ২০২৫ ১৪:৩৫ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৫:২৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ১০ বছর বয়সী ছেলে শিশুকে যৌন নির্যাতন চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে নগরীর বন্দর থানার কলসীদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই ব্যক্তির নাম রিপন শেখ (৩৫)। তার ওই এলাকায় একটি মোবাইলের দোকান আছে বলে পুলিশ জানিয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান সারাবাংলাকে জানান, ওই শিশুর বাবা একটি বেসরকারি সমবায় প্রতিষ্ঠানে কাজ করেন। মঙ্গলবার তার বাবা যেতে না পারায় শিশুটিকে রিপনের দোকানে টাকা আনতে পাঠান। রিপন ওই শিশুকে প্রলোভন দেখিয়ে তার দোকানের ভেতরে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। বিষয়টি আশপাশের লোকজন জানতে পেরে হাতেনাতে রিপনকে আটকে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ গিয়ে রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই শিশুর বাবা রিপন শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। রিপনকে আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/আইসি/ইআ