Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকগুলো একীভূত করে দুটি বড় ব্যাংক গঠনের ইঙ্গিত গভর্নরের

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৬:০০ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৬:০২

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর – (ফাইল ছবি)

ঢাকা: দেশের ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত দু’দিনব্যাপী দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০২৫ উদ্বোধনকালে তিনি এমন ইঙ্গিত দেন।

গভর্নর বলেন, দেশে ইসলামী ব্যাংকিংয়ের জন্য সঠিক নিয়ন্ত্রক কাঠামোর অভাব রয়েছে এবং এ বিষয়ে আইনি ফাঁক থেকে গেছে। বর্তমানে বেশিরভাগ ইসলামী ব্যাংক সঙ্কটের মধ্যে আছে।

এ প্রেক্ষিতে ইসলামী ব্যাংকিং খাত সম্পূর্ণভাবে পুনর্গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা অনেকগুলো ইসলামী ব্যাংককে একীভূত করতে যাচ্ছি এবং আশা করি দুটি বড় ইসলামী ব্যাংক গঠিত হবে। আমরা এটি নিয়ে কাজ করছি।

দেশের ব্যাংক খাত প্রসঙ্গে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা জরুরি। ব্যাংক খাতে অনেক ধরনের হস্তক্ষেপ ও দ্বৈত শাসনব্যবস্থা রয়েছে। এর অবসান হওয়া দরকার। সমগ্র ব্যাংক ব্যবস্থার জন্য একটি সমন্বিত নিয়ন্ত্রক কাঠামো প্রয়োজন, আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

তিনি বলেন, একই সঙ্গে আমরা তত্ত্বাবধান ক্ষমতা ও নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করার জন্যও কাজ করছি, যেন কেন্দ্রীয় ব্যাংকের কার্যকারিতা বাড়ানো যায়। ব্যাংকগুলোর প্রতিদিনের কার্যক্রমে হস্তক্ষেপ না করেই অনিয়ম শনাক্ত করা হবে।

পাচার করা অর্থ পুনরুদ্ধার প্রসঙ্গে গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে আইনি ও নৈতিক উভয় পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব অংশীদারদের সহায়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেন ভবিষ্যতে অন্যরা একই কাজ করতে নিরুৎসাহিত হয়।

সারাবাংলা/আরএস

ইসলামী ব্যাংকগুলো একীভূতকরণ গভর্নর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর