Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, ২৯০০ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৬:০০ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৬:০৩

খুলনা: খুলনায় কেএফসি, ডমিনোস ও বাটাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনটি মামলা হয়েছে। পৃথক এ তিনটি মামলায় কমপক্ষে ২৯০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সোনাডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন ওই তিন প্রতিষ্ঠানের ম্যানেজাররা।

বুধবার (৯ এপ্রিল) সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে শিববাড়ি মোড়ের বাটা শো-রুমে ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১২০০ থেকে ১৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, এছাড়া কেএফসির ম্যানেজার সুজন মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ে ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। অনুরূপভাবে, ডমিনো’স পিজ্জাতে ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শামসুল আলম আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে, খুলনা নগরীতে বাটার শো রুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাটার লুটের জুতাসহ আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করে।

এ সময় আটককৃতদের কাছ থেকে বাটার লুট হওয়া তিন জোড়া জুতা এবং একটি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বৈশ্বিক হরতালের সমর্থনে সোমবার (৭ এপ্রিল) সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ের কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচ তলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে। এ সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শোরুম ভাঙচুর করে ও জুতা লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজকতা সৃষ্টিকারীদের গ্রেফতারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশী অভিযান পরিচালনা করে গতকাল সকাল পর্যন্ত ৩১ জনকে আটক করে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মঙ্গলবার রাতে আরও পাঁচ জন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যান্যদেরকে শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

খুলনার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর