সম্মানসূচক নাগরিকত্ব পেলেন ‘পোশাক মোগল’ কিহাক সাং
৯ এপ্রিল ২০২৫ ১৬:০৬ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৫
ঢাকা: দেশের শিল্প খাত বিকাশে বিশেষ অবদান রাখায় সম্মানসূচক নাগরিকত্ব সনদ পেয়েছেন কোরিয়ান নাগরিক কিহাক সাং। বিদেশি বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখায় বাংলাদেশের নাগরিক না হয়েও ‘সম্মানিত নাগরিক’ এর মর্যাদা পেয়েছেন তিনি। তিনি এশিয়ার ‘পোশাক মোগল’ হিসাবেই অধিক পরিচিত।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চারদিন ব্যাপী বিনিয়োগ সম্মেললের তৃতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এই স্বীকৃতি তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে বিনিয়োগে অবদান রাখায় চার প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়।
এশিয়ার পোশাক মোগল হিসাবে পরিচিত কিহাক সাং। তার হাত ধরে বাংলাদেশে পোশাকের নতুন নতুন উদ্ভাবন ঘটেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিশ্বের উন্নত বাজারগুলোতে বাংলাদেশে তৈরি সিনথেটিক ফেব্রিক্সের যে জ্যাকেটের বাজার বা চাহিদা তৈরি হয়েছে, সেটির পথপ্রদর্শক ছিলেন কিহাক সাং। কিহাক সাং বাংলাদেশে সর্বোচ্চ বিদেশী বিনিয়োগকারীদের মধ্যেও অন্যতম। ১৯৮০ সাল থেকে তিনি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিহাক সাং বাংলাদেশের শিল্পের সঙ্গে যে তার যাত্রা শুরু করেছিলেন, এখন তা এক শিল্প সামাজ্যে রূপ নিয়েছে।
ইয়াংওয়ান ১৯৮০ সালের মে মাসে টেক্সটাইল ও অ্যাপারেল রফতানি খাতে প্রথম বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই শিল্পে নারী কর্মসংস্থানের পথিকৃৎ হিসেবে পরিচিত। বর্তমানে কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেডে) পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান তিনি।
অনুষ্ঠানে সিহাক সাংয়ের হাতে নাগরিকত্বের প্রয়োজনীয় ডকুমেন্ট তুলে দেওয়া হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে পরে এক প্রতিক্রিয়ায় কিহাক সাং বলেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত।’
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই সামিট শুরু হয়েছে গেল ৭ এপ্রিল। চার দিনের এই সম্মেলন শেষ হবে আগামী ১০ এপ্রিল। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এসময় আরও বক্তব্য রাখেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বক্তব্য রাখেন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরাও।
প্রসঙ্গত, বিডার আয়োজনে এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী অংশ নিচ্ছে। সম্মেলনে শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ছাড়াও বহু সংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ করপোরেশন অংশগ্রহণ করছে।
এদিকে, বিনিয়োগে অবদান রাখার জন্য চার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই পুরস্কার তুলে দেন। পুরস্কর পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকস লাগবে।
সারাবাংলা/ইএইচটি/এমপি
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কোরিয়ান নাগরিক কিহাক সাং সম্মানসূচক নাগরিকত্ব সনদ