Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৬:২৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৯:১৯

শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: ছেলে-মেয়ে, বোনসহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা ১৬ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের পক্ষে ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, শেখ হাসিনা, তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে। অভিযুক্তরা অ্যাকাউন্টের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ জন্য ওই অ্যাকাউন্টটি অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ

শেখ পরিবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর