Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোরো মৌসুমে সাড়ে ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৭:২০ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ১৯:১৮

ঢাকা: আগামী বোরো মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ ধান, চাল সংগ্রহ করবে সরকার। এরমধ্যে চাল ১৪ লাখ আর ধান সাড়ে তিন লাখ মেট্রিক টন সংগ্রহ করা হবে।

বুধবার (৯ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ কথা জানান।

তিনি জানান, সংগ্রহ করতে যাওয়া চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে এবং ৩৬ টাকা দরে ধান কেনা হবে। গমও কেজি প্রতি ৩৬ টাকা দরে কেনা হবে। তবে গম সংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়নি।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

খাদ্য উপদেষ্টা বলেন, ২৪ এপ্রিল থেকে ধান চাল সংগ্রহ শুরু করা হবে এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ সময় খাদ্য তিনি আরও বলেন, এবার ধান চাল সংগ্রহে লক্ষ্য মাত্রা অর্জন হবে বলে আশা প্রকাশ করছি।

সারাবাংলা/জেআর/ইআ

খাদ্য উপদেষ্টা ধান-চাল বোরো মৌসুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর