Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ট্রাক্টরচাপায় মাদরাসা সুপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৮:০৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪২

কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসার সুপার সামসুল আলম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুরে ইটবোঝাই দ্রুতগতির ট্রাক্টরচাপায় কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসার সুপার সামসুল আলম (৫৫) নিহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর-কোমরপুর সড়কে মর্ডান ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সামসুল আলম উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের ইছারদ্দির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, দুপুর দেড়টার দিকে কুনিয়াচাঁদপুর মাদরাসা সুপার সামসুল আলম মাদরাসা থেকে নিজ মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছালে ইট বোঝাই দ্রুতগতির ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরে ধাক্কা লেগে পিচের রাস্তার ওপর ছিঁটকে পড়ে যায়। ওই সময় তিনি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াসিম আলী তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াসিম বলেন, তার মাথায় প্রচণ্ড আঘাত হয়েছে। পেট থেকে ভূঁড়ি বের হয়ে গিয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, ট্রাক্টরচালক পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাক্টরটি থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য নিহতের স্বজনদের দিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এইচআই

চুয়াডাঙ্গা ট্রাক্টরচাপা দুর্ঘটনা মাদরাসার সুপার নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর