জব্দকৃত ৮৮ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য গুইমারা পুলিশের কাছে হস্তান্তর
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪৩
৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪৩
খাগড়াছড়ি: জেলায় ২৪ আর্টিলারি ব্রিগ্রেড, গুইমারা রিজিয়নের অভিযানে জব্দকৃত ৮৮ লাখ টাকার অধিক অবৈধ ভারতীয় ভারতীয় শাড়ি, সিগারেট ও আতশবাজি গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ ট্রপ্রিল) দুপুরে জব্দকৃত দ্রব্য সামগ্রীগুলো গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুইমারা থানা সূত্র জানায়, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হবে।
জানা যায়, গত ২৫ মার্চ গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ আর্টিলারি ব্রিগেড, গুইমারা রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর মিয়ান সাইফুল ইসলাম (পিএসসি) এর নের্তৃত্বে একটি সি টাইপ টহল দল কর্তৃক গুইমারা এমপি চেকপোষ্টে এসএ পরিবহন সার্ভিসের একটি গাড়ি (ঢাকা মেট্রো উ-১৪০৭৯৯) খাগড়াছড়ি থেকে ফেনী যাওয়ার সময় আটক করে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট, শাড়ি কাপড়, আতশবাজি দ্রব্য সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত দ্রব্যগুলো হলো- শাড়ি ৪ কাটুন ৯৭টি, আতসবাজি ৪ কাটুন, টাইগার আতসবাজি ৫৪৫০টি, কিটকাট আতসবাজি ১৪৬৫টি, সিগারেট ১৪ কাটুন, ওরিস সিগারেট ১৪৬১কাটুন, পেটরন সিগারেট ২৭২২ কাটুন, মন্ড সিগারেট ৯৮ কাটুন, ব্লেক ফুর্টস ২১১ কাটুন। জব্দকৃত এসব দ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮৮ লাখ ১৮ হাজার টাকা।
থানা সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) পর্যন্ত জব্দকৃত দ্রব্যের প্রকৃত মালিকের জন্য অপেক্ষা করা হয়। প্রকৃত মালিক না পাওয়ায় এগুলো গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সারাবাংলা/আরএস