যশোরে সৎমাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক
৯ এপ্রিল ২০২৫ ১৮:২৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪২
যশোর: যশোরের চৌগাছায় নিজ বাসা থেকে রিক্তা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে তার স্বামী-সতিন ও সৎ ছেলে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার ঢেঁকিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত রিক্তা বেগম ঢেঁকিপোতা গ্রামের কৃষক রোকন আলীর দ্বিতীয় স্ত্রী।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ৬ মাস আগে কৃষক রোকন আলীর সঙ্গে রিক্তা বেগমের বিয়ে হয়। সতিনের সঙ্গে সম্পর্ক ভালো হলেও তার ছেলে বরকত এ বিয়ে মেনে নিতে পারেনি। আজ সকালে রোকন আলী ও তার প্রথম স্ত্রী বাড়ির বাইরে গেলে বরকত তার সৎমা রিক্তা বেগমকে গলাকেটে হত্যা করে। রক্তমাখা অবস্থায় পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে দেখে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে রোকন আলী, তার প্রথম স্ত্রী ও ছেলে বরকত পলাতক রয়েছে।
সারাবাংলা/এইচআই