Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ডিসেম্বরেই হতে হবে: দুদু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪২

‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ বছর ডিসেম্বরেই হতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু।

বুধবার (০৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন।

বিজ্ঞাপন

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। সেই জন্মলগ্ন থেকে এ পর্যন্ত বিএনপি যতটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, এতটা চ্যালেঞ্জ বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল গ্রহণ করেনি। বিএনপির যতবার ক্ষমতায় এসেছে, জনগণের শ্রদ্ধা-ভালোবাসা নিয়েই এসেছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সেটা নষ্ট করবেন না। বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন। সরকার বিশেষ কোনো উদ্দেশ্য বাস্তবায়ন না করলে আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। অনেকেই মনে করছেন, তারা ক্ষমতায় যাবে। তাদের উদ্দেশে বলব, সাহস থাকলে নির্বাচন করে ক্ষমতায় আসেন।’

আওয়ামী লীগের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছেন। আপনাদেরকে আমরা ধিক্কার জানাই। এভাবে পালিয়ে যাওয়ার জন্য ধিক্কার জানাই।’

সারাবাংলা/এজেড/এইচআই

টপ নিউজ নির্বাচন নির্বাচন ডিসেম্বরেই বিএনপি শামসুজ্জামান দুদু সংস্কার

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর