Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাহান ও ডাইনেস্টি সিকিউরিটিজকে বিএসইসি‘র ১০ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৯:০৬

ছবি: সারাবাংলা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড ও ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৯ এপ্রিল) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫০ তম কমিশন সভায় কোম্পানিগুলোকে জরিমানার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শাহজাহান সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বর্তমানে সিসিএ-তে কোন ঘাটতি না থাকলেও পূর্বে ঘাটতি থাকায় ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পাঁচ লাখ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

১০ লাখ টাকা জরিমানা ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড বিএসইসি শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড