দেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার শুরু
৯ এপ্রিল ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪৩
ঢাকা: দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চারদিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর তৃতীয় দিনে স্টারলিংক এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। আর সেখানেই এই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়া গেছে। দিনটিতে অনেকেই স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পেরেছেন। পেয়েছেন অসাধারণ অনন্য ইন্টারনেটের গতি। এর মধ্য দিয়ে নতুন একটি যাত্রাও শুরু করেছে বাংলাদেশ।
এর আগে, সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছিলেন যে, ৯ এপ্রিল স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। ওই দিন আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল স্টারলিংকের কভারেজের আওতায় থাকবে। বুধবার সরেজমিনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের ইন্টারনেট কাভারেজ পাওয়া গেছে।
এদিকে, দেশে এখনও চালু হয়নি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। এ সপ্তাহে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার বাণিজ্যিক সেবা দেয়ার জন্য বিটিআরসির কাছে আবেদনও করেছে। তবে লাইসেন্স পাওয়ার আগেই ইলন মাস্কের এই নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পেয়েছেন কেউ কেউ।
সরেজমিনে দেখা গেছে, তাদের ব্যানারে থাকা কিউআর কোড স্ক্যান করে সংযুক্ত হওয়া যাচ্ছে স্টারলিংকে। পাওয়া যাচ্ছে ১২০ এমবিপিএস গতি। ল্যাটেন্সি ১২০ এমএস। একটি রাউটারে সংযুক্ত হতে পারছেন সর্বোচ্চ ১০০ জন।
বিএসসিএল এর গণমাধ্যম ব্যবস্থাপক ওমর ফারুক জানান, বাংলাদেশে আর্থ স্টেশন স্থাপন করা হলে এই গতি আরও বাড়বে।
আনুষ্ঠানিক উন্মোচনের আগে ডেমো টেস্টে তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের তারবিহীন উচ্চগতির উচ্চগতির ইন্টারনেট সেবার অভিজ্ঞতা দিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদের উপর স্থাপন করা হয়েছে চারটি টার্মিনাল। টার্মিনালটি সংযুক্ত হয়েছে মালোয়েশিয়া থেকে। প্রধান উপদেষ্টার ৯০ কার্য দিবসের মধ্যে সেবাটি চালুর প্রতিশ্রুতি হিসেবে বাংলাদেশের বিনিয়োগ মেলায় প্রবেশপথে বসানো হয়েছে রাউটার। আরেকটি রাউটার ব্যবহার করা হয়েছে বলরুমে। সেখানেই ব্যবহার করা যাচ্ছে স্টারলিংকের এই ইন্টারনেট।
সারাবাংলা/ইএইচটি/