ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান মীর হেলালের
৯ এপ্রিল ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৪১
চট্টগ্রাম ব্যুরো: ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর দুই নম্বর গেইটের বিপ্লব উদ্যানের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে নগর স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। জাতিসংঘের নিশ্চুপ থাকা ইহুদিদেরকে আরও উৎসাহিত করছে। আমরা জাতিসংঘকে ফিলিস্তিনের জনগণের পক্ষে ইসরায়েলকে শাস্তির আওতায় এনে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার আহ্বান জানাই। দেশের জনগণকে ইসরায়েলি পণ্য বর্জন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব মানবতা আজ বিশ্ব মোড়লদের হাতে ক্ষতবিক্ষত হচ্ছে। মুসলিম-হিন্দু বলতে কোনো কথা নেই। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তারাই বিশ্ব মানবতার শত্রু।’
নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হাসান।
সারাবাংলা/আইসি/এইচআই