Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থপাচারকারীদের জীবন কঠিন করে ফেলা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ২০:৪৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ০০:০৩

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের অর্থ যারা পাচার করেছে, তাদের জীবন কঠিন করে ফেলা হবে। এমন দৃষ্টান্ত হবে যাতে ভবিষ্যতে কেউ অর্থপাচার না করে।

বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিআইবিএম’র মহাপরিচালক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে। এখানে আইনি ও নৈতিক-উভয় ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবপক্ষের সহায়তা প্রয়োজন।’

তিনি বলেন, ‘দেশের ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে রাজনৈতিক সমর্থন প্রয়োজন। রাজনীতির পালাবদল হলেও এসব সংস্কার চলতে হবে। যেসব ব্যাংকে অনিয়ম হয়েছে আমানতকারীর স্বার্থে সেগুলোর পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। এসব ব্যাংকের মধ্যে প্রথমে ১১টি, পরে আরও দু’টি ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। একটি ব্যাংক নিজেই পর্ষদে পরিবর্তন এনেছে।’

আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংক কোম্পানি আইনে পরিবর্তন আনা হচ্ছে। যেখানে পর্ষদে কারা আসবেন, স্বতন্ত্র পরিচালক কারা হবেন, তাদের যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

অর্থপাচারকারী ছাড় টপ নিউজ ড. আহসান এইচ মনসুর নয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর